সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ফেনীতে ডাকাত সর্দার অস্ত্রসহ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ফেনীর সোনাহাজীর কুখ্যাত ডাকাত সর্দার মো. শাহাদাত হোসেন (৩০) ওরফে শাহজাহান ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।
এ সময় তিনি জানান, রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপির পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজীর সমপুরে অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে।

বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটক শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102