রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

কৃষি কাজ করার সময় বন্যহাতির আক্রমনে কৃষকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে।

হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কৃষক নুরুল ইসলাম পাহাড়ের ঢালুতে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। কৃষকের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই কৃষক নুরুল ইসলামের পরিবারকে ৩ লাখ টাকা বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বন্যহাতির আক্রমণে নিহত কৃষক নুরুল ইসলামের দাফন-কাফনের ব্যবস্থার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। দ্রুত যেন তার পরিবার ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102