ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ডোবা থেকে শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তবে তার রিকশাটি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ওই স্থান পরিদর্শন করেছে র্যাবের একটি দল।
নিহতের নাম মো. ইমাম হোসেন (৫০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার বাল্লুকগাড়ী গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের স্বজন আমিনুল ইসলাম জানান, ইমাম বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। ওইদিন বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়। শনিবার লাশের খবর পেয়ে থানায় ছুটে আসেন পরিবারের লোকজন। পরে লাশটি ইমামের বলে শনাক্ত করেন তারা।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার রিকশাটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রিকশাটি ছিনতাই করে তাকে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।