রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নিজ গৃহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

লালমনিরহাটের আদিতমারীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আকলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা গ্রামে স্বামীর বাড়ি থেকে এ ঘটনা ঘটে।

আকলিমা ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ৩০ বছর আগে মোবারকের সঙ্গে বিয়ে হয় আকলিমার।

প্রথম সন্তান জন্মের পর থেকে মানসিক সমস্যা দেয় ওই গৃহবধূর। অনেক চিকিৎসা করেও কোনো সুফল মেলেনি।

একাধিকবার কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টা করে বেঁচে যান। মঙ্গলবার সকালে বাড়ির সবাই ক্ষেতে কাজ করতে গেলে বাড়িতে একা ছিলেন আকলিমা। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102