
সিরাজগঞ্জের কামারখন্দে বাড়ির পাশের গাছে সালেহা (৫০) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালেহা কর্ণসূতি গ্রামের মৃত তোফজ্জল মণ্ডলের মেয়ে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, স্বামী পরিত্যাক্তা সালেহা ভাইদের বাড়িতে থাকতেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে মানসিক অস্থিরতায় ভুগতেছিলেন। আজ সকালে বাড়ির পাশের গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ জানা যায়নি এখনো ।