রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

৬ মাস কারাভোগ শেষে, ভারত থেকে দেশে ফিরছেন ১১ জেলে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যাওয়া ১১ জেলে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকাল ৬টায় দেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে দেশে ফিরেছেন তারা।

গত ১৫ আগস্ট সমুদ্রের মাছ ধরার সময় এফবি ফাতেমা ট্রলারের ইঞ্জিল বিকল হয়ে ভাসতে ভাসতে দেশের সীমানা অতিক্রম করে। ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ওই ১১ জেলেকে উদ্ধার করে। ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফিরে আসা জেলেরা হলেন— মো. আলী হোসেন, মো. শামসুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। এসব জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভারতে আটকে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। বাংলাদেশি জলসীমা অতিক্রম করায় ওই ১১ জেলেকে ভারতের আদালত ছয় দিনের কারাদণ্ডাদেশ দেন। কিন্তু দীর্ঘ আইনি জটিলতা থাকায় তাদের এতদিনেও কারা মুক্ত করা যায়নি। আজ সকালে তারা দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, এখনো ভারতের কারাগারে আমাদের ৬ জেলে রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যাওয়া জেলেদের ফিরে আনার ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখেছি। দীর্ঘ আইনি জটিলতা শেষে ভারতে আটকে থাকা ১১ জেলে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন বলে জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102