ভারতের বেনারস থেকে ছেড়ে আসা সুইজারল্যান্ড ও জার্মানের ২৮ পর্যটকবাহী রিভার ক্রুজ গঙ্গা বিলাস বরিশালে এসে পৌছেছে।
বুধবার বিকাল পৌনে ৩টায় বরিশালের কীর্তণখোলা নদী সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কে বিআইডব্লিউটিএর পন্টুনে নোঙর করে জাহাজটি। বরিশালে নদী পথে পৌছে খুশি ভিনদেশী এই পর্যটকরা। আর এই পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
বিকাল ৪টার দিকে বরিশালে আগত পর্যটকদের ফুলের শুভেচ্ছা জানান বরিশালের জেলা প্রশাসক,
বিআইডব্লিউটিএ, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশ। বিদেশী পর্যটকদের আগমনের কারণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় মুক্তিযোদ্ধা পার্ক এলাকায়। জাহাজে পর্যটকের বাইরেও জাহাজ মালিক, ভ্রমন নির্দেশনাকারী সহ ৪৪ জন ক্রু ছিলো। ১৩ জানুয়ারী ভারতের বেনারস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমোদ তরী গঙ্গা বিলাসের যাত্রার উদ্বোধন করেন। গত ৩ রা ফেব্রুয়ারি জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে আন্টিহাটায় ইমিগ্রেশন সম্পন্ন হয়।
পর্যটক গাইড সেবা প্রতিষ্ঠান জার্নি প্লাস এর প্রতিনিধি কায়েস খান বলেন, সুন্দরবনে বাঘ দেখতে না পেলেও বাঘের পায়ের ছাপ দেখেই খুশি বিদেশী পর্যটকরা। এই দেশের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তারা।
জার্নি প্লাস এর প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, বরিশালে পৌছে পর্যটকরা অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করে। এছাড়া বৃহস্পতিবার ঝালকাঠি ও পিরোজপুরের ভাসমান বাজার দেখতে যাবেন সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানীর একজন পর্যটক। বরিশাল ভ্রমন শেষে তারা ঢাকা, টাঙ্গাইল ও রংপুর হয়ে ভারতের আসামের উদ্দেশ্যে রওনা হবেন। এই ভ্রমণে ৬০ থেকে ৮০ বছর বয়সী এই পর্যটকরা
৫১ দিনের এই ভ্রমনে বাংলাদেশ ভ্রমন করবেন ১৬ দিন। পুরো ভ্রমনের সময়টাতে ২৭টি নদীতে ৩২শ কিলোমিটার পথ পারির মধ্যেই ৫০টি ট্যুরিস্ট স্পট ভ্রমন করবেন তারা। সবশেষ রংপুর থেকে চিলমারি বন্দর হয়ে আসামের ডিব্রুগড় যাবে পর্যটকবাহি এই জাহাজ।
এদিকে বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন বিদেশী পর্যটকরা।
বাংলাদেশে আবারো ঘুরতে আসার কথা জানিয়েছেন তারা। সুইজারল্যান্ডের নাগরিক ইমো বলেন, আমরা সত্যিই অভিভুত বাংলাদেশের সৌন্দর্য্য দেখে। নিরাপত্তা ব্যাবস্থায় ছিলো অনেক ভালো। সব মিলিয়ে আমরা অনেক খুশি।
সুইজারল্যান্ডের নাগরিক হাইত বলেন, অনেক সুন্দর পরিবেশ এখানে, যা ভ্রমনের জন্য অনেক উপযুক্ত বলে মনে করছি। আমরা বাংলাদেশ ভ্রমন বেশ উপভোগ করছি।
বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গা বিলাসের চেয়ারম্যান রাজ সিং বলেন, কোনো সমস্যাই আমাদের এই যাত্রায় হয়নি, শুধু আনন্দ আর মজা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বিদেশী পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারা যেখানে যেখানে যাবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি নদী পথে তাদের সুরক্ষা দেওয়ার কাজ করছে নৌ পুলিশ। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করা হচ্ছে তাদের জন্য।
বিকেলে পর্যটকরা বরিশালের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড মিশন চার্চ ঘুরে দেখে। এ সময় পর্যটকদের উদ্দেশ্যে ছোট ছোট শিশুরা নাচ গান পরিবেশন করে।