বরিশালের বানারীপাড়ায় জাহান আরা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জাহান আরা বেগম পিরোজপুর জেলার স্বরূপকাঠির এলাকার ডুবি গ্রামের বাসিন্দা বলে জানান বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে ধারালিয়া গ্রামে এক বাড়ির পুকুর পাড়ের আম গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে মরদেহের পরিচয় না পাওয়া গেলেও পরে জানা যায়, তার বাড়ি স্বরূপকাঠি এলাকায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃত জাহান আরা বেগমের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
সেই কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। মৃতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।