রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

হিজলার কাজিরহাটে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ

হিজলা সংবাদদাতা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশালে হিজলার কাজিরহাটে বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা গাছ কাটার চেষ্টা করলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে কাজিরহাট থানার পুলিশ গাছ কাটা বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৫ নং ওর্য়াডের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত দেলোয়ার হোসেন আকন এর ছেলে ছালাউদ্দিন আকন গংদের ক্রয়কৃত জমিতে বিভিন্ন প্রজাতির গাছ কাটার চেষ্টা করে। এ ঘটনায় ছালাউদ্দিন আকন গংরা জানায়, পার্শ্ববর্তী ৬ নং ওয়ার্ডের মৃত মকবুল হোসেন খান এর ছেলে গোলাম সরোয়ার খান দলবল নিয়ে আমাদের বিরোধীয় জমিতে গাছ কাটার চেষ্টা করে। তখন আমরা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে বাঁধা দিলে তারা আমাদের প্রাণ নাশসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলমান রয়েছে। যার মামলা নং ২৭৭/২০২১। প্রতিপক্ষরা গাছ কাটতে আসায় সংঘাত এড়াতে তখন ৯৯৯ এ ফোন দেই তখন থানা থেকে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়। বিরোধীয় জমিতে গাছ কাটতে আসা সরোয়ার খান বলেন, আমার ওয়ারিশরা তাদের সম্পতি আমার নিকট বিক্রি করে। সেখানে আমার ও ওয়ারিশদের জমিতে আমি গাছ কাটতে যাই তখন ছালাউদ্দিন আকনসহ কয়েকজনে বাঁধা দিলে ঘটনাস্থান থেকে চলে আসি ।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইর হোসেন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে তৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102