পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা (২৬) নামে এক গৃহবধূ।
শুক্রবার সকালে উপজেলার সোগাদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওই সন্তানদের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়া ওই পাঁচ সন্তানের মধ্য চারজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান ছিল। সন্তান জন্মের আধা ঘণ্টার মধ্যই সব নবজাতক মারা যায়।
ফারজানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনমজুর ফারুক হোসেনের মেয়ে এবং নাজিরপুর এলাকার মো. মিরনের স্ত্রী।
সোহাগদল মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডবি্লউবি সাবরিনা আক্তার বলেন, ফারজানা আক্তারের গর্ভের বয়স মাত্র ৬ মাস। তাই বাচ্চাগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। নরমাল ডেলিভারি হয়েছে, মা সম্পূর্ণ সুস্থ আছে। ফারজানা আক্তারের ঘরে ৭ বছর বয়সী জান্নাতুল নামের একটি কন্যা সন্তান রয়েছে।