শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
প্রধান সংবাদ :

যারা পাহাড়াদার আছেন,তাদের জেলে ঢুকতে হবেঃ মান্না।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ‘আওয়ামী লীগ পাড়া-মহল্লায় পাহারাদার রেখেছে’ মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তাদেরকে পাহারাদারই থাকতে হবে। যারা পাহারাদারে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, কোনো ইভিএম মানি না, ফোরটোয়ান্টি নির্বাচন করতে দেব না। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) অধীনে এদেশে কোনো নির্বাচন আর হতে পারবে না। তাকে ক্ষমতা থেকে যেতে হবে। তার জায়গায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার একটা ভালো নির্বাচন করার ব্যবস্থা করবেন। ’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মান্না এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে মান্না প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। কিন্তু আওয়ামী লীগ কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকারের খুবই মন খারাপ কেন বিরোধী দল একটা গাড়ি ভাঙচুর করছে না, কেন একটা বাসে আগুন দিচ্ছে না। যদি এই সহিংসতা করে তারা (সরকার) গায়েবি মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দমন করতে পারে, গ্রেফতার করতে পারে। আজকে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনেরও সরকারি দল সমালোচনা করছে। আওয়ামী লীগ এখন সামনের কাতারে না, বিরোধী দলের পেছনে পেছনে হাঁটছে। বিরোধী দলের কর্মসূচির এখন তারা লেজুড়বৃত্তি করছে। বিরোধী দল যখন সমাবেশ দিচ্ছে, পালটা কর্মসূচির ডাক দিচ্ছে তারা। এভাবে সহিংসতা, ভয়ভীতি তৈরি করে তারা তাদের দখলদারিত্বকে দীর্ঘায়িত করতে চায়।’

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগের অবস্থা আজকে এমন জায়গায় এসেছে, নির্বাচনে হিরো আলমকেও জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় এনেছে, হিরো আলম তাদের চ্যালেঞ্জ করছে, আর ওবায়দুল কাদেরের সেই চ্যালেঞ্জ গ্রহণের সাহস নেই।’

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পুর পরিচালনার সমাবেশে আরও বক্তব্য দেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102