পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫২) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের বেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন পৌর শহরের ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।
স্বজনরা জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন নাজির উদ্দিন। ঘন কুয়াশার মধ্যে রেললাইন ধরে পায়ে হেঁটে যাওয়ার সময় বেজপাড়া এলাকায় পৌঁছান। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান নাজির উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর রেলস্টেশনের মাস্টার মাসুম আলী বলেন, লোকমুখে শোনার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তবে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।