রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

জয়পুরহাটে ট্রাক চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন,নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ক্ষেতলাল শহরে যাওয়ার পথে অটোরিকশাটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন। পাঁচজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102