কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বিয়ের মেহেদি রং না মুছতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে ঘটে এ দুর্ঘটনা।
নিহত আরিফ মিয়া (২১) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া-যুগী হাটি এলাকার মো. সপু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দুই মাস আগে বিয়ে করেন।
তিনি কয়েকদিন আগে কাজ করতে যান পাশের কাটখাল ইউনিয়নে। সেখানে একটি বাড়ির কাজে নিয়োজিত হন আরিফ।
বুধবার সকালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নতুন বউ ঘরে এনেও সুখের সংসার করা হলো না আরিফের। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।