রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা – কর্মচারীদের অফিস নিয়ে, আবার যে নির্দেশ ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে থাকা নিয়ে আবারো নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই তাদের অফিসে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। এ জন্য জনসাধারণ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। তাতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।’

এতে বলা হয়, ‘এ জন্য সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনার কথা জানায়। এর আগে ২০২১ সালে ও ২০১৯ সালে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102