রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পন্য নিয়ে, মংলায় বিদেশি জাহাজ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের যমুনা নদীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ ‌‘এমভি জুপিটার’।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি।

জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। এর আগে গেল ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয়েছিল জাহাজটি।

এর আগে গেল ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি কুই ইয়া শান জাহাজ।
বিদেশি জাহাজ এমভি জুপিটারের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং লিমিটেড খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, জাহাজটিতে আসা পণ্য খালাস শুরু হয়েছে।

খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌঁছানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সরকারের নানা পদক্ষেপে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। এর কারণে দেশে চলমান নানা মেগা পুকল্পের পন্য ও মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে আসছে। আশা করি, মোংলা বন্দরের এই পণ্য আসার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102