শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :

আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধ জেড়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাতেন, রেজাউল, গিয়াস উদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাব, রানী বেগম, জুলহাস।

এদিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমন দাস বলেন, স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের বেশির ভাগকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় বাতেন ও তার চাচাত ভাই রেজাউল গ্রুপের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রথমে তর্ক বিতওর্ক এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত বাতেন জানান, জমিটি দীর্ঘ দিন ধরে আমরা ভোগ দখল করে আসছি। হঠাৎ রেজাউল, মোসলেমরা আমাদের জমি দখল করতে আসে। আমরা বাধা দিলে তারা আমাদের মারপিট করে। আমাদের ৮ জন আহত হয়েছে।

আরেক আহত রেজাউল জানান, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডে মালিক হয়েছেন। উক্ত জমি বাতেন গং জোরপূর্বক দখল করে রেখেছেন। শুক্রবার জমিতে চারা রোপন করে বাড়ি ফেরার পথে বাতেনের লোকজন আমাদের উপর হামলা করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102