রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

সোনারগাঁওয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যাঃ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম, বিপিএম বার)।

সোমবার দুপুরে নিহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

রোববার দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন।

এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে রোববার রাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102