গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল চৌধুরীকে (২৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।
২০১৮ সালে গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে হত্যার ঘটনায় সোহেলের নামে মামলা হয়। পরে ২০২১ সালে আদালতে সন্দেহাতীতভাবে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।
পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।