বরিশালের কীর্তনখোলা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আনুমানিক ২৭ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের মরদেহ নগ্ন অবস্থায় ছিল বলে জানান বরিশাল সদর নৌ-থানার এসআই মো. মাসুম।
তিনি বলেন, কীর্তনখোলা নদীর নগরী ও চরকাউয়া খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা।
তারা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এসআই মাসুম আরও বলেন, ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে।
মরদেহে পচন ধরেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।