চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানায়, সন্ধ্যায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে গাউসিয়া কমিটির মাধ্যমে মরদেহ দাফন করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় রাত নয়টার দিকে মরদেহটি দাফন করা হয়েছে।