রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

টিকিটের সাথে মিল নেই এনআইডির, গুনতে হলো জরিমানা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩

‘টিকিট যার, ভ্রমণ তার’এ স্লোগানকে সামনে রেখে রেলে অবৈধ ভ্রমণে জরিমানা আদায় ও কালোবাজারি রোধে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল গঠিত টাস্কফোর্স টিম।

রোববার (৫ মার্চ) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সূ্বর্ণ এক্সপ্রেস ট্রেনে ও ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স টিম চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মিল না থাকায় ৪৭টি মামলায় ৩৯ হাজার ৪২০ টাকা ও একই অপরাধে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনে ২৪টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কিনতে প্রতিদিনই প্রতিটি ট্রেনে প্রচার-প্রচারণা চালাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল।

এ কার্যক্রম তদারকি করার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে ৬টি টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ। তারা সরেজমিন বিষয়টি তদারকি করছেন। তদারকির অংশ হিসেবে আজকে দুটি ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, সকালে চট্টগ্রাম থেকে যাওয়া সূ্বর্ণ এক্সপ্রেস ট্রেনে লাকসাম রেলওয়ে স্টেশন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এরপর ঢাকা থেকে ফিরতি সোনার বাংলা ট্রেনে লাকসাম থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকিট ছাড়া ট্রেন ভ্রমন ও জাতীয় পরিচয় পত্রের সঙ্গে টিকিটের মিল না থাকায় ৭১টি মামলায় ৫৮ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102