দুই শিশুকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এতে করে নয় মাসের তছলিম বালি ও ১৭ মাসের সুব্রত কান্তি পাল নামের ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
এদিকে এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত দুই সেবিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
অভিভাবকরা জানিয়েছেন, শনিবার (৪ মার্চ) সকালে ও দুপুরের আগে ডায়রিয়ার চিকিৎসা নিতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই শিশুকে ভর্তি করা হয়।
এরপর কর্তব্যরত সেবিকা ঝুমা মিস্ত্রী ও কনিকা হালদার দুই শিশুর শরীরে স্যালাইন পুশ করেন। স্যালাইন শেষ হওয়ার সময় দেখা যায় তাদের হাত, মুখ ও পেট ফুলে গেছে।
তখন স্যালাইনের ব্যাগ চেক করে দেখা যায় চলতি বছরের জানুয়ারি মাসে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। পরে দুই শিশুর স্বজনরা মিলে চিকিৎসকের কাছে গিয়ে ভুল চিকিৎসার প্রতিকার দাবি করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, বিকেল ৪টার দিকে বিষয়টি আমি জানতে পারি। তিনটা মেয়াদোত্তীর্ণ স্যালইন শিশুদের শরীরে দেওয়া হয়েছে। যেভাবেই এটা দেওয়া হোক তা উচিত হয়নি, বর্তমানে ওই তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঘটনার সময় যে সেবিকারা দায়িত্বে ছিলেন তাদের শোকজ করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ স্যালাইন কোথা থেকে আসলো এবং কীভাবে দেওয়া হলো বিষয়টি খতিয়ে দেখার জন্য ডা. বিমল বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।