বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষকদের সম্মান সব সময় করতে হবে। তারা জাতির মেরুদন্ড। তাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। শিক্ষকদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইলে আমি ছোট হবো না।গতকাল সারস্বত গালর্স স্কুল ও কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা দাস গুপ্ত আশীষ কুমার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, তোফায়েল আহমেদ, আসাদুল আলম আসাদ প্রমুখ।