রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ভোলায় জাটকাসহ ১৩৮ মণ মাছ জব্দ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলার থেকে ১০৩ মণ জাটকা ও ৩৫ মণ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে মেঘনার রামদাসপুর পয়েন্ট থেকে এসব মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়ার লক্ষ্যে নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিতকায় বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রাজাপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুইটি ট্রলার জব্দ করা হয়।

ট্রলার দুইটি থেকে ১০৩ মণ ইলিশ ও ৩৬ মণ বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়। তবে শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ ট্রলার দুইটি বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102