মোবাইল ফোন কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।
ঘটনাটি ভারতের কর্নাটকের হুবলি এলাকার। চার যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে দুজন কিশোরীর বন্ধু। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, গত বুধবার হুবলি বাইপাস রিং রোড ব্রিজের কাছে কিশোরীকে গণধর্ষণ করা হয়। ফোন কিনে দেওয়ার কথা বলে কিশোরীকে হুবলিতে ডেকে আনে তার বন্ধুরা।
তাদের কথামতো সেখানে যায় কিশোরী। পরে সেখান থেকে অভিযুক্তরা কিশোরীকে বাইকে করে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে কিশোরীর অভিযোগ।
দুই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হুবলিতে গোকুল রোড থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।