রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

গাজীপুরে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার কলেজমোড় এলাকায় ট্রাকচাপায় জুবায়ের হোসেন (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে জৈনাবাজার কাওরাইদ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জুবায়ের ওই এলাকার মো. নূরুল হকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে হেঁটে আবদার কলেজমোড় এলাকায় সড়ক পার হচ্ছিল জুবায়ের। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102