লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পিকনিকে গিয়ে নদীতে ডুবে সাগর চন্দ্র (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বার্ষিক পিকনিকে তিস্তা ব্যারাজে যায় সাগর চন্দ্র।
এ সময় ব্যারাজের সামনের স্রোতহীন তিস্তা নদীর পানিতে গোসল করতে নেমে সে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এরপর স্কুল কর্তৃপক্ষ তার মরদেহ নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।