রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ত্রিশালে নিহতদের পরিচয় মিলেছে, আশঙ্কাজক আরও ৪ জন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামকস্থানে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার জনের পরিচয় মিলেছে। তারা সবাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু বক্কর সিদ্দিক এই পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাছ আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪০), তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৪০), মুন্সিপাড়া গ্রামের রুবেলের ছেলে আচিকা (৭) এবং একই উপজেলার জরিনা খাতুন (৪৫)।

পুলিশ জানিয়েছে নিহতরা সবাই শ্রমজীবী। তারা কাজের উদ্দেশ্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন।

এছাড়াও এই অগ্নিদগ্ধের ঘটনায় আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক শিশুসহ গুরুতর আহত চার জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

তারা হলেন- ধোবাউড়া উপজেলার আক্কাছ আলী (৫২), ইয়াসমিন (২), তোতা মিয়া (৫০) ও রুবেল (১২)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান,রোববার রাতে ধোবাউড়ার মুন্সিরহাট থেকে নারী-শিশুসহ ১৬ যাত্রী নিয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পথে রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় পৌঁছালে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102