রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিনলাইন পরিবহণের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমল মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102