বরগুনা-বেতাগী সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে হাফেজ আব্দুস সত্তার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক নাঈম সর্দারকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আনুমানিক দেড়টার দিকে বরগুনা থেকে মোটরসাইকেল আরোহী ধীরগতিতে আসছিল। বিপরীত দিক থেকে দ্রতগতিতে তৈলবাহী লরি মোটর সাইকেলের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পথচারী ও এলাকাবাসী চালককে আটক করে। নিহত হাফেজ মাওলানা আব্দুস সত্তার বরিশালের শায়েস্তাগঞ্জ মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনার বুড়িরচর গ্রামে।
নিহত আব্দুস সত্তারের শ্যালক হাফেজ মাওলানা বাকিবিল্লাহ বলেন, ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সে বাড়িতে আসে।বরিশাল ফিরে যাচ্ছিল।পরিবারে তার স্ত্রীসহ ৩ সন্তান রয়েছে। এ ঘটনায় লরি চালক নাঈম সর্দারের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে।