পটুয়াখালীর বাউফলে দুই স্কুলছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে নবম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) পৃথক সময়ে ভোলা বোরহান উদ্দিন এবং উপজেলার ইন্দ্রকুল থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করায় খুশি নিহতের স্বজনরা। গ্রেফতাররা হলো, সৈকত ও সিফাত।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহান উদ্দিন এবং উপজেলার ইন্দ্রকুলে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী ও অফিসার ইনচার্জ বাউফল থানা আল মামুনের নেতৃত্ব একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সৈকতকে ভোলার বোরহান উদ্দিন এবং সিফাতকে তার নিজ বাড়ি ইন্দ্রকুল থেকে আটক করা হয়।
পরে বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, স্কুল ছাত্র হত্যার ঘটনায় বাউফল থানায় শুক্রবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।