রাজধানীর তুরাগে মাদককারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এসআই শাহিনুর রহমান খান। শুক্রবার সন্ধ্যায় তুরাগের ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে মারাত্মক জখম অবস্থায় পুলিশের ওই এসআইকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তুরাগের ফুলবাড়িয়া এলাকার ১নং গলির একটি চারতলা ভবন ঘেরাও করে রাখে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়ির টিনের ছাদের উপর আ. রউফ ইট-ধারালো ছুরি নিয়ে অবস্থান করছিলেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ওই মাদককারবারিকে ধরতে চারতলা ভবনের ছাদে বিপুল সংখ্যক পুলিশ এবং ভবনটির ছাদের পেছনের অংশ থেকে দুই ব্যক্তিকে ঝুলে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝুলে থাকা ওই দুই ব্যক্তি পুলিশের সোর্স। তাদেরকে মারধর করে আহত অবস্থায় পেছনের ছাদের উপর থেকে নিচে ঝুলিয়ে রাখা হয়।
এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার জানায়, তুরাগের ফুলবাড়িয়া টেকপাড়া এলাকার বিল্লাল হাজির বাড়ির ছাদে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদ জানতে পেরে এসআই শাহিনুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় হঠাৎ মাদককারবারি আ. রউফ চারতলা ওই ভবনের ছাদের পানির ট্যাংকি থেকে লাফ দিয়ে এসে এসআই শাহিনুর রহমানের বুকের ডানপাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসআই শাহিনুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।