শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা ॥ গাড়ি ভাংচুর

পিরোজপুর সংবাদদাতা
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জিৎ সমদ্দর সহ কয়েক জনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের মির্জা বাড়ি ঈদগাহ ময়দানে জাতীয় পার্টি জেপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে যাওয়ার পথে, দোয়া -মোনাজাত চলাকালে ও ফেরার পথে এ হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। হামলায় ভান্ডারিয়া উপজেলা যুব সংহতি নেতা সুকুমার দাস, রিয়ন গুরুতর আহত হয়।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ভান্ডারিয়া জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। তিনি জানান, তেলিখালী ইউনিয়নের মির্জা বাড়ি ঈদগাহ ময়দানে জাতীয় পার্টি জেপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের বিষয়টি ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তেলিখালী ফাঁড়ির ইনচার্জ এসআই হারুনকে পূর্বেই অবহিত করা হয়েছিলো।

রবিবার রাতে অনুষ্ঠানস্থলে প্যান্ডেল নির্মাণে স্থানীয় সন্ত্রাসীদের বাঁধাদানের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু অদৃশ্য কারণে সোমবার বাদ আছর আলোচনা ও দোয়া মাহফিলে ভান্ডারিয়া থেকে তিনি সহ জেপি নেতৃবৃন্দ যাওয়ার পথে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ও দোয়া চলাকালে জেপি’র ভান্ডারিয়া অফিস কার্যালয়ের সহকারী ইছারুল্লাহ নোমানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। দোয়া-মোনাজাত ও ইফতার শেষে ফেরার পথে তেলিখালী ইউপি কার্যালয়ের সংলগ্ন স্থানে পৌছলে ফাঁড়ির পুলিশ সদস্যরা কিছুক্ষন অপেক্ষমান থাকতে বললে সন্ধ্যার পরপরই অতর্কিত হামলা চালিয়ে তাদের বহরকারী ৫টি গাড়ি ভাংচুর করে। হামলায় দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জিৎ সমদ্দর সহ অপর ৩/৪ জন গুরুতর আহত হয়।

আহতরা জানান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের সন্ত্রাসী বাহিনী তাদের উপর এ হামলা চালিয়েছে। ভান্ডারিয়া উপজেলা জেপি’র নেতারা জানান, মিরাজ বাহিনীর অন্যতম সন্ত্রাসী সাদ্দাম হোসেন হিরার নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রা নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। তারা বলেন ভান্ডারিয়া থানার ওসিকে বার বার বিষয়টি অবহিত করা হলেও তিনি অতিরিক্ত পুলিশ না পাঠানোর কারনে এ ধরনের পবিত্র রমজানে ইফতারের পর এ ধরনের বর্বোরচিত হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

এদিকে এ ঘটনার পর মঠবাড়িয়া ও ভান্ডারিয়া সার্কেল এসপি মো. ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102