ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন বরিশালের সন্তান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সোলায়মান ইসলাম মুন্না। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেনে মুন্না ।
স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে পা রাখা সোলায়মান ইসলাম মুন্না বরিশাল জিলা স্কুল থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন অমৃত লাল দে কলেজে। নিয়মিত অংশগ্রহন করতেন ছাত্রলীগের আন্দোলন সংগ্রামে। কলেজের ১ম বর্ষে অধ্যায়নরত অবস্থায় বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সময়ের ব্যবধানে আজ তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোলায়মান ইসলাম মুন্না এইচএসসি পাশ করে ২০১৩-২০১৪ সেশনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ট্যুরিজন এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উঠেন। পূর্বের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অশংগ্রহন করেন। নির্বাচিত হন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দপ্তর সম্পাদক। পরে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যবসায় শিক্ষা অনুষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর কেন্দ্রীয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আর সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন।