মাদক সেবনে বাঁধা দেওয়ায় ষাটোর্ধ বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই যুবকে আটকের পর সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।
রবিবার বেলা ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, বাকেরগঞ্জ জেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী রিজিয়া বেগম (৬০) একাই বসবাস করতেন। প্রায় সাত মাস পূর্বে নিখোঁজ হয় রিজিয়া বেগম। গত ১৩ এপ্রিল রিজিয়া বেগমের ছেলে রাসেল বাড়িতে আসলে ঘরের ভিতরে মাটির স্তুপ দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা আদালতের নির্দেশক্রমে ঘরের ভেতর থেকে রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এঘটনায় বাদী হয়ে ঐদিন মামলা দায়ের করেন নিহতের ভাই হাওলাদার মাসুদ।
মামলার সূত্র ধরে তদন্তে নামে বরিশাল জেলা পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে এঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, একই ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত: আইউব আলীর ছেলে মো: ফয়সাল (৩৫) ও মৃত: কালাম হাওলাদার কালুর ছেলে লালচাঁন (৩২)। এসময় পুলিশ সুপার আরো বলেন, ফয়সাল ও লালচাঁন প্রতিনিয়ত ঐ বৃদ্ধার ঘরে ও আশপাশে মাদক সেবন করতো। সেই ঘটনায় বাঁধা দেওয়ায় ঘটনার দিন অর্থাৎ প্রায় সাত মাস পূর্বে পরিকল্পিত ভাবে ধর্ষনের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে ফয়সাল ও লালচাঁন। এরপর বৃদ্ধার ঘরেই মাটি খুঁড়ে তাকে চাপা দেয় তারা। ফয়সাল ও লালচাঁন দু’জনেই মাদকসেবি বলে জানিয়েছে পুলিশ সুপার। গ্রেফতারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার উপস্থিত ছিলেন।