বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

বিপিএল আয়োজনে ৫ প্রতিষ্ঠান কারা?

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি প্রতিষ্ঠান। গত ১০ই জুলাই বিপিএল আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে আগ্রহ জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ বিপিএলে যুক্ত হতে আগ্রহী। আগ্রহী এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বিসিবি একটি কোম্পানিকে বেছে নেবে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যেকোনো একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে। এজন্য তাদের কাছ থেকে বিস্তারিত প্রেজেন্টেশন ও অর্থনৈতিক প্রস্তাব চাওয়া হয়েছে।

১০ বছর পেরিয়ে যাওয়ার পরও বিপিএল যে কোনো মানদণ্ডেই দাঁড়ায়নি। অতীতের ব্যর্থতা, অপরিপক্কতা ঝেরে নতুন করে বিপিএল শুরুর সকল প্রস্তুতি নিয়েছে বোর্ড। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের ইচ্ছা বোর্ডের। হাতে সময় কম। নতুন করে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করার চ্যালেঞ্জটা হাতে নিয়েছে বিসিবি।

বিদেশি পেশাদার স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। যারা বিপিএলের বাণিজ্যিক মডেল রি-রিজাইন করবে। বিপিএলকে গ্রহণযোগ্য করবে, যেখানে ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হবেন, টুর্নামেন্ট লাভবান হবে। এই মডেলের ভেতরে মিডিয়া স্পন্সরশিপ রাইট থাকবে। এছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্রাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাইকচার এবং ম্যাচ ডে ফ্যান এনগেজমেন্ট বিষয়গুলো থাকবে।
বিসিবির যে চাহিদা সেই মোতাবেক যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। যার চারটিই বিদেশি প্রতিষ্ঠান।

 

অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তেমন তথ্য পাওয়া যায়নি। তবে ইন্সস্ট্রাগ্রামে তারা জানিয়েছে, ৩০ বছর ধরে স্পোর্টসে কাজ করার অভিজ্ঞতা তাদের। যারা এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রচারে আইসিসির সঙ্গে কাজ করেছে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজি। যারা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ নামে পরিচিত। বিশ্বব্যাপী ক্রীড়া, ফ্যাশন, ইভেন্ট এবং মিডিয়া নিয়ে কাজ করে। ভারতের প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্ট। প্রতিষ্ঠানটি টিভি প্রোডাকশনে বিসিবির সঙ্গে কাজ করছে। তারাও যুক্ত হতে চাচ্ছে বিসিবির সঙ্গে। তবে তাদের নিয়ে এরই মধ্যে কানাঘুষা চলছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্ড ট্রি লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান আইপিজি গ্রুপের সঙ্গে মিলে বিপিএল আয়োজনে আগ্রহী হয়েছে।

বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিপিএলে কাজ করতে আগ্রহ দেখিয়েছে ট্রান্সপোর্ট গ্রুপ। যাদের নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, বিসিবির সঙ্গে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান কনসোর্টিয়াম করে গড়ে উঠেছে ট্রান্সপোর্ট গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102