তিন দিনের সফরে বর্তমানে কানাডায় আছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
তিনি রাশিয়াকে গ্যাস টারবাইন না পাঠাতে অনুরোধ করেন। কানাডার কাছে একই অনুরোধ একাধিকবার করেছে ইউক্রেনও। খবর আনাদোলুর।
রাশিয়া এ গ্যাস টারবাইনটি মেরামত করতে কানাডায় পাঠিয়েছিল।মেরামতের পর এটি রাশিয়ায় পাঠানোর জন্য জাহাজে তুলছে।
জার্মানির চ্যান্সেলর রোববার কানাডাকে বলেন, রাশিয়া বর্তমানে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এ অবস্থায় কানাডার উচিত দেশটিকে কোনো ধরনের সহযোগিতা না করা।
ইউরোপের অন্য নেতারাও সুর মিলিয়েছেন ইউক্রেনের সঙ্গে।