রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

লিখিত পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছেন ঢাকার গোলাপবাগে বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

পদত্যাগপত্র নিয়ে রোববার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এমপিরা।

পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে গেছেন বিএনপির পাঁচজন এমপি। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।

অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে আসতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। অন্যদিকে বিদেশে থাকায় আসতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ। তাদের হয়ে পদত্যাগপত্র জমা দেবেন রুমিন ফারহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102