শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :

সন্ত্রাসবিরোধী আইনে ইমরানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ আগস্ট, ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বিচারপতি ও দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় মামলা করা হয়েছে। খবর দ্য ডনের।

মামলার এফআইআরে বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সভায় ইমরান খান পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

এক নারী বিচারককেও। হুমকি দেন বলে এতে উল্লেখ করা হয়েছে। উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবারের ভাষণে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের উদ্দেশে ইমরানকে বলতে শোনা যায়, ‘তোমাদের ছেড়ে দেব না!’

এর পরেই রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, পুলিশ এবং বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে পাক সরকার। তার পরেই ইমরানের বিরুদ্ধে হলো এফআইআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102