বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ট্রেড লাইসেন্সবিহীন ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বরিশালে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং লাইসেন্স নবায়ন না করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) অভিযানে নগরীর চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। আজ মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়।

ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট-এর অতিরিক্ত দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন জানান, বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডভূক্ত এলাকায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তবে এ বাধ্যবাধকতা উপেক্ষা করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া কেউ, কেউ কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিলেও বছরের পর বছর তা নবায়ন করছে না।

এসব অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে নগরীর গীর্জামহল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা কার্য পরিচালনার দায়ে প্রাথমিকভাবে সর্তকতার অংশ হিসেবে ওই এলাকার পিয়াসী গার্মেন্টস নামক প্রতিষ্ঠান মালিককে দুই হাজার টাকা, একই অপরাধে নিউ রেশমী ও জামান টেলিকমকে এক হাজার টাকা করে এবং রফিক টেলিকমকে পাঁচশত টাকাসহ মোট চার হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়

এছাড়া অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান মালিককে সতর্ক করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নবায়ন করার নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময়ে পুলিশ সদস্য ও ট্রেড শাখার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102