শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

রাজধানীর ডেমরায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মা- ছেলের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২


রাজধানীর ডেমরায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে হালিমা (২২) নামে এক গৃহবধূ ও সাদমান নামে তার ১৪ মাসের ছেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৬টার দিকে পশ্চিম সানারপাড় দারুস সালাম মসজিদ সংলগ্ন তাজুল ইসলামের পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ির ভাড়াটিয়া।

ডেমরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে রোববার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিন ঘটনাস্থলেই মা হালিমার মৃত্যু হলেও শিশু সাদমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তার চাচা কবির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত মা ও ছেলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় মৃতের স্বামী মো. শাহিনুর রহমানকে ডেমরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। হালিমা লালমনিরহাটের কালিগঞ্জ থানার শ্রীখাতা গ্রামের আব্দুল ওহাবের ছোট মেয়ে।

শাহিনুর একই এলাকার বুলিয়ার হাট গ্রামের জেহের উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন।

মৃতের বড় বোন রাহেনা ও ভাই আবু সাঈদ বলেন, পারিবারিক কলহের জের ধরে আমার বোন ও ভাগিনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার ভগ্নিপতি শাহিনুর।

হত্যার পর লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে রেখে ছাদ থেকে পড়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে শাহিনুরসহ তার পরিবার।

৩ বছর আগে ভগ্নিপতি শাহিনুর তার প্রথম বিয়ে ও সন্তানের কথা গোপন করে আমার বোনকে বিয়ে করেছে। আমার ভাগিনা সাদমানের জন্মের ছয় মাস পরে বিষয়টি জানতে পারলে হালিমার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে শাহিনুর।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, আমরা খবর পেয়ে হালিমার লাশ উদ্ধার করি। রোববার দুপুরের দিকে তার ছেলে সাদমানের লাশ নিজের ভাসুর কবির হোসেন থানায় নিয়ে আসেন। এটি হত্যা, না আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসবে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102