শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :

কুয়েতে বড় পর্দায় খেলা দেখার জন্য ফুটবল প্রেমিদের ভিড়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। কাতারে গিয়ে গ্যালারিতে খেলা দেখার সুযোগ না পেলেও কুয়েতের সালমিয়া কুয়েত ফ্যানবক্সে বড় স্ক্রিনে খেলা দেখতে প্রতিদিন স্থানীয় কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশে ফুটবলপ্রেমীরা ভিড় বেড়ে্ই চলেছে।

বিশ্বকাপের প্রতিটি খেলা এখানে সম্প্রচার করা হচ্ছে। কনটেইনার পার্কের চারপাশে স্থাপন করা হয়েছে বড় স্ক্রিন।

কুয়েতি মুদ্রায় ৩ দিনার দিয়ে অনলাইনে টিকেট কেটে এখানে হাজার হাজার ফুটবলপ্রেমী একসঙ্গে খেলা উপভোগ করেন।

কুয়েতের বিভিন্ন জায়গা থেকে ফুটবলপ্রেমীরা ছুটে আসে এখানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে।ফরওয়ানিয় অঞ্চল থেকে খেলা দেখতে আসা ফুটবলপ্রেমী চট্টগ্রামের মিরসরাইয়ের মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমার পছন্দের খেলা ফুটবল। আমার প্রিয় দল ব্রাজিল, আমি এখানে নিয়মিত খেলা দেখতে আসি। হাজার হাজার ফুটবলপ্রেমীদের সঙ্গে খেলা দেখার মজাই আলাদা।

আর্জেন্টিনার সমর্থক সাকিল আহমেদ জানান, আর্জেন্টিনা সব ম্যাচ এখানে বড় স্ক্রিনে দেখতে আসেন। এখানে তার মনে হয় মাঠে গ্যালারিতে বসে খেলা দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102