পাবনার সুজানগরে দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না সাড়ে তিন বছর বয়সী শিশু মো. মোস্তাকিম শেখের। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকায় বালু পরিবহনকারী অবৈধ হ্যারো গাড়িচাপায় সে নিহত হয়েছে।
মোস্তাকিম শেখ স্থানীয় চরভবানীপুর এলাকার মো. আনিছুর রহমান শেখের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির কাছে অবস্থিত একটি দোকান থেকে বিস্কুট কিনে নিজ বাড়িতে ফিরছিল মোস্তাকিম। এ সময় পদ্মার চর থেকে বালুবোঝাই করে সুজানগর পৌর শহরে যাওয়ার পথে অবৈধ হ্যারো গাড়িটি শিশুকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরভবানীপুর এলাকার বাসিন্দা মো. মোফা খাঁর ওই অবৈধ হ্যারো গাড়িটির চালক ছিলেন স্থানীয় আনছার মোল্লার ছেলে বাপ্পী বলে জানা যায়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক হ্যারো গাড়িটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছেন।