মাদক কারবারি সেজে ইয়াবা কিনতে গিয়ে তিন ইয়াবা কারবারিকে ২শ পিস ইয়াবাসহ পাকড়াও করল মানিকগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়ার এলজিইজি চকের একটি বাসার নিচতলায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদরের পশ্চিম দাশড়ার এলজিইজি চকের বাসিন্দা মো. সোহেল, দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের জহির শেখ ও ঘিওর উপজেলার বড় কুষ্টিয়া গ্রামের মো. আসিফ শিকদার।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কয়েকদিন আগে আমাদের কাছে খবর আসে সদর উপজেলার এলজিইজি চকে একটি চক্র ইয়াবা বিক্রি করছে। মাদক কারবারি সেজে আমাদের পুলিশ সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে অভিযান পরিচালনা করে এলজিইজি চকের মো. শাহজাহান আলীর বাসার নিচতলা থেকে ২শ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।