রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

রাজশাহী রেলস্টেশনে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ছয়টি টিকিটসহ হাবিবুর রহমান (৫০) নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকিট বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হাবিবুর রহমান রাজশাহী নগরীর শিরোইল কলোনির আবদুল হাকিম সরকারের ছেলে।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এএসআই উজ্জ্বল আলী জানান, হাবিবুর রহমান রাজশাহীতে একজন চিহ্নিত টিকিট কালোবাজারি। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল।

সোমবার সন্ধ্যায় তাকে রেলওয়ের ওভারব্রিজের কাছে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকাগামী ধূমকেতু ও পদ্মা এক্সেপ্রেস ট্রেনের ছয়টি শোভন চেয়ারের টিকিট উদ্ধার করা হয়।

এএসআই উজ্জ্বল আলী আরও বলেন, গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102