মৌচাক ও মালিবাগ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টার পর মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়।
মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে জামায়াতেকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। তাই তারা মিছিল করতে চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।