গাড়ির নিচে চাপা পড়ার পর এক শিশুকে এক কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
শুক্রবার সন্ধ্যায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম কেতন কুমার। বয়স ১৫ বছর।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ গাড়িটির পেছনে ওই কিশোরের পা আটকে যায়। এরপর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ওই গাড়িটি।
এ সময় আশপাশের মানুষ চিৎকার করে ওই গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে তিনি কারও ডাক শোনেননি।
প্রায় এক কিলোমিটার দূরে যাওয়ার পর একটি মার্কেটের সামনে গাড়ি থামাতে বাধ্য হন চালক। পরে তাকে ধরে মারধর করে জখম করেন স্থানীয়রা। গাড়িটিও ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, হিঁচড়ে নিয়ে যাওয়া ওই শিশু এখন হাসপাতালে ভর্তি। মারাত্মকভাবে আহত হয়েছে শিশুটি।