বরিশালে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা পৌনে ১২ টায় বরিশাল নগরীর ১২ নং তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হুমায়ুন শাহীন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ মোঃ ফারুক আহম্মেদ,বরিশাল জেলার সিভিল সার্জন ডা.মারিয়া হাসান, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন বরিশাল, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ মঞ্জুরুল ইসলাম শুভ্র প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকার শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন সুষ্ঠভাবে প্রদানের দায়িত্ব আমি নিয়েছি। আশাকরি এ কাজ ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। এজন্য নগরে ১০ টি আলাদা টিম গঠন করা হয়েছে, যারা প্রতিদিন ১০-১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন করবে।
তিনি জানান, নগরের ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্ডেন, মাদ্রাসাসহ আড়াইশতটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫১৮ জন শিশু শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা একনাগারে দেয়ার কার্যক্রম আজ থেকে শুরু হলো।
এদিকে টিকা কার্যক্রম উদ্বোধন পর প্রথম আধা ঘন্টার মধ্যে কোন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।