মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বরিশালে বিদ্যুতের দাম বাড়ানোয় বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মো. জাবের, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জামান কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, তড়িঘড়ি করে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার। এর আগে গত বছরের আগস্ট মাসে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে রেকর্ড পরিমাণে।

এখানেই শেষ নয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন মাসে মাসে সমন্বয় হবে জ্বালানির দাম। উপুর্যপরি এমন গণবিরোধী সিদ্ধান্ত তারাই নিতে পারে যাদের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই, জবাবদিহিতা নেই। এসব সিদ্ধান্তের মাধ্যমে সরকার তার প্রতিটি দুর্নীতির দায় জনগণের ওপরে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102